সিলেটে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছ। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে নিজ বসতঘর থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়। সুমা আক্তার (১৭) নামের ওই কিশোরী সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চাতলপাড় গ্রামের আবদুল আলীমের মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে আটটার দিকে ঘরের ভেতরে ফ্যানের সাথে সুমার মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেন পরিবারের লোকজন। খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে ওই কিশোরী আত্মহত্যা করে থাকতে পারে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/হিমেল