সিলেটে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মোস্তাক আহমদ। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বহর গ্রামের দুলাল মিয়ার ছেলে।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ধোপাগুল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি ট্রাকের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নিহত হন মোস্তাক। দুর্ঘটনায় অটোরিকশা চালক জাহাঙ্গীর হোসেনসহ আরও কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মোস্তাকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই