সিলেটের বিশ্বনাথ উপজেলায় তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী ঝড়। মাত্র ৫ মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়েছে গ্রামাঞ্চল। ভেঙেছে শতাধিক ঘর-বাড়ি। উড়িয়ে নিয়ে গেছে কাচা ঘরের চালা। ক্ষয়ক্ষতি হয়েছে গাছপালা, আম, ভুট্টা, গম ও ধানসহ উঠতি ফসলের।
মঙ্গলবার দিবাগত রাতে কালবৈশাখী ঝড় থেমে থেমে আঘাত হানে। ঝড়ে বাতাসের খুব বেগ ছিল। ঝড়ের সাথে সাথে বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ সংযোগ। উপড়ে পড়ে গাছপালা। ভেঙে যায় মাটির বাড়িঘর। কারো ঘরের চাল উড়ে যায়। ধসে পড়ে বাড়ির দেয়ালও। উড়ে যায় উপজেলার বাউসী গ্রামের কৃষক বিহারী মালাকারের বসত ঘরের চালা ও আশ্রয়ণ প্রকল্পের একাধিক ঘরের চালা।
একইভাবে দেওকলস, রামপাশা ও লামাকাজি ইউনিয়নের অনেকের বসত ঘরের চাল উড়িয়ে নিয়ে যায় ঝড়ে। তবে এখন পর্যন্ত কালবৈশাখী ঝড়ে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানাতে পারেনি উপজেলা প্রশাসন।
এ বিষয়ে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, ঝড়ে যারাই ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা আমাদের কাছে আবেদন করলে তা আমরা জেলায় প্রেরণ করবো। বরাদ্দ আসলে সে অনুয়ায়ী সবাইকে সহায়তা দেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই