পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয় পার্টি সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সিলেট জেলা আইনজীবী সমিতি বার হলে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো- চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. শামসুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব মেজর (অব.) সিকদার আনিসুর রহমান ও মেজর (অব.) শিবলী মোহাম্মদ সাদেক।
মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টি সিলেট মহানগরীর সভাপতি অ্যাডভোকেট এম.এ সালেহ চৌধুরী। এতে বক্তব্য রাখেন জেলা সভাপতি অ্যাডভোকেট কবির আহমদ।
বিডি প্রতিদিন/আবু জাফর