সিলেটের বিশ্বনাথে ৭৩ জন বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে ঈদ উপহার দিয়েছেন সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শফিকুর রহমান চৌধুরী।
শনিবার দুপুরে উপজেলা সদরের সওজ ডাকবাংলোয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে তিনি এই উপহার প্রদান করেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ওয়াহিদ আলী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ সুমন প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই