পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, যে কোন দুর্যোগে মানুষের সুখে দুঃখে সব সময়ই পাশে আছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রীও সব সময়ই সাধারণ মানুষ, গরীব মানুষ, দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করেন। তিনি সবাইকে ভরণপোষণ করতে পারবেন না। তবে তিনি চান সবার সুখে দুঃখে সামিল হতে। যদিও তার অসীম ক্ষমতা নাই। সকল মানুষকে তিনি খাবার দিতে পারবেন না। এটা আল্লাহর দায়িত্ব, মহান আল্লাহ তাদেরকে খাবার দেন। তবুও কিছু কিছু মানুষ আছে যারা বেশি অসহায় তাদের জন্য সামান্য কিছু ঈদ উপহার দিয়েছেন। শেখ হাসিনার সরকার যতদিন ক্ষমতায় আছে আপনাদের খাবারের সমস্যা হবে না।
সোমবার সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৫ শতাধিক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে প্রধামন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এখন ক্ষমতায় আছে বলে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা চিকিৎসার নিশ্চয়তা হয়েছে। মানুষের নাগরিক সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত হয়েছে। আপনাদের আমরা, টিউবওয়েল দিয়েছি, ল্যাট্রিন দিয়েছি। সেটা আপনাদের মনে আছে। এখন যদি কোন লোক মাঝখান থেকে এসে বলে সে দিয়েছে সেটা ভুল, অসত্য কথা। আর চেয়ারম্যান যারা আছেন সব সময় ন্যায় বিচার করবেন। যারা গরীব তাদের অগ্রাধিকার দিবেন। সে কোন দলের কোন গোত্রের সেটা বিবেচনার বিষয় নয়। মাননীয় প্রধানমন্ত্রীও চান যাতে করে গরীবরা উপকৃত হয়।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, পরিকল্পনা মন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী তহুর আলী, থানার ওসি খালেদ চৌধুরী প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত