মাত্র ৩ দিন আগে মারা গেছেন আপন বড় ভাই। ভাই হারানোর শোক নিয়ে সিলেটে ঈদের দিন কাটাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেন।
মঙ্গলবার সিলেট কেন্দ্রীয় শাহী ঈদগাহে তিনি ঈদুল ফিতরের জামাত আদায় করেন। নামাজ শেষে সেখানে দলীয় নেতাকর্মীসহ সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় তিনি করমর্দন এবং কোলাকুলিও করেন।
জানা গেছে, আজ পররাষ্ট্রমন্ত্রী নিজ শহর সিলেটে অবস্থান করবেন এবং দিনভর নেতাকর্মীসহ সিলেটবাসীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
উল্লেখ্য, ড. এ কে আব্দুল মোমেনের বড় ভাই, সাবেক অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সাবেক এমপি আবুল মাল আবদুল মুহিত শুক্রবার দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
বিডি প্রতিদিন/আরাফাত