২৮ মে, ২০২২ ১৭:০০

শ্রীমঙ্গলে দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

শ্রীমঙ্গলে দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিবন্ধন না থাকায় দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে স্বাস্থ্য প্রশাসন। প্রতিষ্ঠান দুটি হলো কালিঘাট সড়কের ইনোভা ডায়াগনস্টিক সেন্টার ও স্টেশন সড়কের রেটিনা ডায়াগনস্টিক সেন্টার।

আজ শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী এক অভিযান চালিয়ে এই দুটি প্রতিষ্ঠান সিলগালা করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. পার্থ সারথী সিংহ, সেনেটারি ইন্সপেক্টর বিনয় সিংহ রাউথিয়া, এসআই ইউসুফ প্রমুখ।

শ্রীমঙ্গল শহরের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ বাস্তবায়ন করতেই আমরা এই অভিযানে নেমেছি। প্রথম দিনে নিবন্ধন না থাকায় দুটি প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। অভিযান চলমান থাকবে এবং আগামী ৭২ ঘণ্টার মধ্যে এ উপজেলার অনিবন্ধিত প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হবে।

বিডি প্রতিদিন/ফারজানা 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর