সিলেটে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। রবীন্দ্র দেবনাথ নামের নিহত ওই ব্যক্তি অটোরিকশার যাত্রী ছিলেন। তিনি সিলেটের জালালাবাদ থানার জাঙ্গাইল এলাকার শশাঙ্ক দেবনাথের ছেলে। বুধবার সন্ধ্যায় সিলেট-সুনামগঞ্জ সড়কের ঘোপাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জালালাবাদ থানা পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে লামাকাজীর উদ্দেশ্যে যাচ্ছিল। ঘোপাল এলাকায় আসার পর যাত্রীবাহী একটি বাসের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা চার যাত্রী আহত হন।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক রবীন্দ্র দেবনাথকে মৃত ঘোষণা করেন।
আহতাবস্থায় রবীন্দ্র দেবনাথের স্ত্রী স্বরসতী দেবনাথ, যুগিরগাঁও এলাকার হবি মিয়ার স্ত্রী শামসুন্নাহার এবং সাকিব ও মারিয়া নামের দুই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম