সিলেটে লেগুনার ধাক্কায় এক কলেজের অধ্যক্ষ নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে সিলেট-তামাবিল সড়কের মেজরটিলা শ্যামলী আবাসিক এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আওলাদ হোসেন সিলেটের দক্ষিণ সুরমার জালালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ।
হজরত শাহপরান (রহ.) থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, দুর্ঘটনায় গুরুতর আহত হন অধ্যক্ষ আওলাদ হোসেন। আশঙ্কাজনক অবস্থায় পুলিশ ও স্থানীয় লোকজন তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এমআই