১৫ আগস্ট, ২০২২ ১৮:৩২

সিলেটে জাতীয় শোক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে জাতীয় শোক দিবস পালন

গভীর শোক আর শ্রদ্ধায় জাতির পিতা, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টো সকল শহীদকে স্মরণ করেছে সিলেটের মানুষ। 

বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি, বেসরকারি পর্যায়ে পালিত হয় নানা কর্মসূচি। 

সোমবার দিবসটি উপলক্ষে সকাল ৯টা থেকে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। সিলেট জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশের সিলেট রেঞ্জ, মহানগর পুলিশ, জেলা পুলিশ, মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠন, বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

সিলেট জেলা আওয়ামী লীগ সকাল ১১টার দিকে জেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে। এরপর জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োচিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া যুবলীগ, ছাত্রলীগ ও সম্মিলিত নাট্য পরিষদের উদ্যোগে শোক র‌্যালি অনুষ্ঠিত হয়।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর