৬ ফেব্রুয়ারি, ২০২৩ ২০:১৬

সিলেটে দুইদিন বিদ্যুৎ বিড়ম্বনায় থাকবেন ১৫ এলাকার গ্রাহক

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে দুইদিন বিদ্যুৎ বিড়ম্বনায় থাকবেন ১৫ এলাকার গ্রাহক

প্রতীকী ছবি

মেরামত ও সংস্কার কাজের জন্য আগামী বুধবার ও পরদিন বৃহস্পতিবার সিলেট মহানগরীর ১৫টি এলাকায় বিদ্যুৎ বিড়ম্বনায় পড়বেন গ্রাহকরা। টানা প্রায় ৮ ঘণ্টা ওইসব এলাকার লোকজনকে বিদ্যুৎবিহীন অবস্থায় থাকতে হবে। 

সোমবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে কাজ শেষ হয়ে গেলে ঘোষিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সিলেটের বিদ্যুৎ বিক্রয় বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামস ই আরেফিন জানান, সিলেট নগরীর রাজবাড়ি এলাকার ১১ কেভি ফিডারের মেরামত ও সংরক্ষণ কাজ এবং রাইট অফ ওয়ে বরাবরে গাছের শাখা-প্রশাখা কর্তন করা হবে। এজন্য আগামী বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরীর রায়নগর, রাজবাড়ি, ঝর্ণারপাড়, দর্জিবন্দ, খরাদিপাড়া, দপ্তরিপাড়া, আগপাড়া ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

পরদিন বৃহস্পতিবার বোরহান উদ্দিন এলাকায় একই কাজের জন্য সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা নগরীর কুশিঘাট, মুরাদপুর, মুক্তিরচক, মিরেরচক, পীরেরচক, সোনাপুর, নয়াবস্তি ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানান তিনি।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর