২২ মার্চ, ২০২৩ ২১:৪৫

কুশিয়ারা নদীতে ধরা পড়ল ১০০ কেজির বাঘাইড়

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

কুশিয়ারা নদীতে ধরা পড়ল ১০০ কেজির বাঘাইড়

সিলেটে কুশিয়ারা নদীতে আবারও ধরা পড়েছে বড় বাঘাইড় মাছ। ১০০ কেজি ওজনের মাছটি বুধবার সিলেট মহানগরের বন্দরবাজার এলাকার লালবাজারে কেটে বিক্রি করা হয়েছে। প্রতি কেজি মাছ বিক্রি করা হয় দেড় থেকে দুই হাজার টাকায়। এর আগে গত মঙ্গলবার সিলেটে কুশিয়ারা নদীতে মাছটি এক জেলের জালে ধরা পড়ে। 

জানা যায়, জেলের কাছ থেকে ১০০ কেজি ওজনের বাঘাইড় মাছটি কিনে নিয়ে আসেন লালবাজারের ব্যবসায়ী আনোয়ার হোসেন। তিনি জানান- পুরো মাছ একসঙ্গে বিক্রি হয়নি। তাই কেটে বিক্রি করা হয়েছে। প্রতি কেজি প্রথমে দুই হাজার ও পরে দেড় হাজার টাকায় বিক্রি করেছেন তিনি।

উল্লেখ্য, এর আগে ১৪ মার্চ সিলেটের জকিগঞ্জ এলাকায় কুশিয়ারা নদীতে আরেকটি বড় বাঘাইড় মাছ ধরা পড়ে। সেটির ওজন ছিলো ১৫০ কেজি। সেটিও লালবাজারে কেটে বিক্রি করা হয়।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর