চট্টগ্রামে বৃষ্টি উপেক্ষা করে বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশন উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনে যোগ দিয়েছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকালে কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের চার দফা দাবি হলো পুরাতন পাঠদান পদ্ধতি বহাল, পেশাগত বিসিএসের মাধ্যমে নিয়োগ ও কর্মপদ্ধতি নির্ধারণ, ইন্টার্ন ভাতা ৬ হাজার থেকে ২০ হাজার টাকায় উন্নীত, নার্সিং কলেজ সমূহকে পূর্ণাঙ্গ করা।
অন্যদিকে এই আন্দোলনের কারণে চারদিন ধরে একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানান চট্টগ্রাম নার্সিং কলেজের অধ্যক্ষ বাসন্তী রাণী রায়।
মিছিল শেষে সমাবেশে নার্সিং পড়ুয়াদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠন স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সাব্বির আহমেদ খান, সাধারণ সম্পাদক মো. মামুনুর রশীদসহ প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন