চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় লিবার্টি ফার্নিচারের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে গোল্ডেন টাচ কমিউনিটি সেন্টারের পাশেই এ দুর্ঘটনা ঘটে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।
আগ্রাবাদ ফায়র সার্ভিস স্টেশনের সহকারি পরিচালক জসিম উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চতুর্থ তলা ভবনের তৃতীয় তলায় ওই ফার্নিচারের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে দুটি ফায়ার স্টেশনের ৫টি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডি-প্রতিদিন/মাহবুব