চট্টগ্রাম জেলার পটিয়া থানা সদর এলাকায় মো. আবদুল গফুর (৩৮) নামে এক লেগুনা চালককে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে পটিয়া সদরের কাট্টাল বাড়ি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সকালে পুলিশ গফুরের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তার বাড়ি পটিয়া পৌর সদরের ৭ নম্বর ওয়ার্ড বাহুলি এলাকার বলে জানিয়েছে পুলিশ।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দীন বলেন, কাট্টাল বাড়ি এলাকা থেকে আবদুল গফুর নামে এক লেগুনা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। কারা বা কী কারণে আবদুল গফুরকে হত্যা করা হয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। আমরা এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে জড়িতদের গ্রেফতার চেষ্টা চালাচ্ছি।
বিডি প্রতিদিন/এ মজুমদার