চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ৩০০ কার্টন সিগারেটসহ এক বিমান যাত্রীকে আটক করা হয়েছে। আটক হওয়া ওই যাত্রীর নাম মোহাম্মদ ইব্রাহিম।
শুক্রবার সকালে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে আসেন তিনি।
বিমান বন্দর সূত্রে জানা যায়, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট যোগে শুক্রবার সকালে দেশে আসেন ইব্রাহিম। গোপন সংবাদের ভিত্তিতে তার কাছ থেকে ৩শ’ কার্টন সিগারেট জব্দ করা হয়। সিগারেট জব্দের ঘটনায় বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন