চট্টগ্রামের বাঁশখালীর পশ্চিম চাম্বল গ্রামে জমি নিয়ে বিরোধে দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। সংঘর্ষে একপক্ষ ফাঁকা গুলি ছুঁড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার পশ্চিম চাম্বল গ্রামের জলিয়া বাপের বাড়িতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ছয় জনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়েছে।
গুরুতর আহতরা হলেন- শহীদুল ইসলাম (৩৮), সায়েম কবির চৌধুরী (৩৫), আতিকুর রহমান (৩৪), জসিম উদ্দিন (৫৫), হেফাজুল ইসলাম চৌধুরী(৪২) এবং নেজাম উদ্দিন চৌধুরী (৩৩)। অন্যরা বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রেজাউল করিম মজুমদার।
পুলিশ সূত্রে জানা গেছে, পশ্চিম চাম্বলে ৩২০ শতক জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে শহীদুল ইসলাম ও কাশেম বাহিনীর মধ্যে বিরোধ চলে আসছিল। এই নিয়ে থানায় বেশ কয়েকবার শালিসী বৈঠকও হয়। শনিবার শহীদুল ইসলাম বাহিনী জমিতে চাষাবাদ করতে গেলে কাশেম বাহিনীর সশস্ত্র লোকজন উপস্থিত হয়ে ৪ রাউন্ড গুলি ছোঁড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে দা, কিরিচ, লাঠি নিয়ে হামলা চালায়। এক পর্যায়ে তা উভয় পক্ষের সংঘর্ষে রুপ নেয়। এতে শহীদুল ইসলাম বাহিনীর ৮ জন আহত এবং কাশেম বাহিনীর ৪ জন আহত হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার/ফারুক তাহের