চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকা থেকে কবিরাজ হাফেজ মোহাম্মদ লিয়াকত আলী নামের এক ভণ্ড প্রতারককে আটক করেছে পুলিশ। বুধবার তাকে আটক করা হয়। কবিরাজ হাফেজ মোহাম্মদ লিয়াকত আলী বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের পাইরং এলাকার মো. জাকির আহম্মদের ছেলে। হাফেজ মোহাম্মদ লিয়াকত আলীর বিরুদ্ধে ভুক্তভোগী রোকেয়া করিম বাদি হয়ে মামলা দায়ের করেছেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া বলেন, ‘কবিরাজ লিয়াকত আলী একজন ভণ্ড । এক নারীর সরলতার সুযোগ নিয়ে তার কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে সে। ওই নারীর ছেলের সংসারে অশান্তি দূর করতে সাড়ে ৩ লাখ টাকা নিয়েছে। পরে ওই নারীকে গুপ্তধন পেয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ৬৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। আটকের পর পুলিশের কাছে সব স্বীকার করেছে।’
তিনি বলেন, ‘লিয়াকত আলী অন্ধ সেজে থাকলেও সে অন্ধ নয়। মানুষের সঙ্গে প্রতারণায় বেশ ধরেছে। টাকা পাওয়ার পর কবিরাজ এক নারীকে বিয়ে করে নতুন বউকে ফ্ল্যাট কিনতে ৪০ লাখ টাকা দেয় কবিরাজ। টাকা পাওয়ার পর ওই স্ত্রী কবিরাজকে তালাক দিয়ে চলে যায়।’
বিডি প্রতিদিন/এ মজুমদার/রেজা মুজাম্মেল