চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নয় হাজার পিস ইয়াবাসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। তাদের মধ্যে একজন নারীও রয়েছেন।
শনিবার কোতোয়ালী ও বাকলিয়া থানাধীন বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
গ্রেফতার ৫ জন হলেন, মো. ইলিয়াস (৩৪), মো. ইউনুস (২০), মো. আব্দুল কাদের (৩০), শামসুন্নাহার (২৭) ও সাদেকুর রহমান (১৯)। তাদের বাড়ি কক্সবাজার ও কুমিল্লায় বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান ।
উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান জানান, নগরের কোতোয়ালী, বাকলিয়া থানাধীন বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে মোট নয় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন