স্ত্রীকে খুনের দায়ে মো. মাসুদ (৩০) নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। মাসুদ লক্ষ্মীপুর জেলার মৃতু আবুল কালামের ছেলে। স্ত্রী পোশাক কারখানার কর্মী হমিদাকে নিয়ে মাসুদ চট্টগ্রাম নগরীর চকবাজার থানার মোহাম্মদ আলী শাহ লেইনে ভাড়া বাসায় থাকতেন।
মঙ্গলবার চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আমিরুল ইসলাম এ রায় দেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ মাসুদ।
মামলার এজাহারের সূত্র ধরে আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ মাসুদ আরো জানান, ২০১৪ সালের ১৪ এপ্রিল সকাল পৌনে ৮টার দিকে কারখানায় যাবার উদ্দেশে বের হওয়ার সময় মাসুদের সঙ্গে হামিদার ঝগড়া শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে মাসুদ তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করে লাশ ফেলে রাখে বাথরুমে। বাড়ির কেয়ারটেকার মো. ইসহাক বের হয়ে দেখতে পান, মাসুদ পালিয়ে যাচ্ছে। এরপর তাকে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ্দ করা হয়। কেয়ারটেকার ইসহাক বাদী হয়ে মাসুদের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় পুলিশ তদন্ত শেষে অভিযোগপত্র দাখিলের পর ২০১৫ সালের ১৯ মার্চ আসামির বিরুদ্ধে দন্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। রাষ্ট্রপক্ষ মোট ১৫ জন সাক্ষীর মধ্যে ১০ জনকে আদালতে উপস্থাপন করে। আদালত আসামি মাসুদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। পরে তাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার