১৭ জানুয়ারি, ২০২১ ১৮:০৪

চার দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চার দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

চট্টগ্রাম মহানগরের জিইসি মোড়ে চার দফা দাবিতে সড়ক অবরোধ করেছে চট্টগ্রাম পলিটেকনিক শিক্ষার্থীরা। 

আজ রবিবার সকাল সাড়ে ১১টার দিকে নগরীর অন্যতম প্রধান এ সড়ক অবরোধ করে তারা মানববন্ধন ও র‍্যালি করে। ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ছাত্র ঐক্যের ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

শিক্ষার্থীদের দাবিগুলো হল- শিক্ষাজীবনে এক বছর যাতে পিছিয়ে যেতে না হয় সেজন্য স্থগিত ২য়, ৪র্থ ও ৬ষ্ঠ পর্বের তাত্ত্বিক প্রমোশন দিয়ে ব্যবহারিক পরবর্তী পর্বের সঙ্গে সংযুক্ত করা, ১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্বের ক্লাস শুরু করে শর্ট সিলেবাসে দ্রুত পরীক্ষা নেওয়া, সব ধরনের অতিরিক্ত ফি প্রত্যাহার ও সব প্রাইভেট পলিটেকনিক ইন্সটিটিউটে সেমিস্টার ফি অর্ধেক করা এবং ২০২১ সালের মধ্যে ডুয়েটসহ অন্যান্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বাড়ানো।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান বলেন, চার দফা দাবি নিয়ে পলিটেকনিক শিক্ষার্থীরা সড়কে এসে মানববন্ধন ও র‍্যালি করেছে। তবে এতে কোনো বিশৃঙ্খলা হয়নি। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করে ফিরে গেছে।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর