১৯ জানুয়ারি, ২০২১ ১৮:০১

চট্টগ্রামে তিন নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার চেয়ে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে তিন নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার চেয়ে বিক্ষোভ

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র তিন নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছে বিএনপি’র নেতা কর্মীরা। মঙ্গলবার বিকেলে নগরীর ডিসি হিল থেকে বিক্ষোভ মিছিল শুরু করে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। 

মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বহিস্কৃত যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আলী আব্বাছ, সদস্য অধ্যাপক শেখ মোঃ মহিউদ্দীন, সদস্য লেয়াকত আলী চেয়ারম্যানের বহিস্কার আদেশ প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিলে আয়োজন করা হয়। এতে জেলা আওতাভুক্ত ১৩টি সাংগঠনিক ইউনিটের প্রত্যেক উপজেলা-পৌরসভার বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বোয়ালখালী পৌরসভার মেয়র আবুল কালাম আবু, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, চন্দনাইশ পৌরসভার সাবেক সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক ছাত্রনেতা জিয়াউদ্দীন চৌধুরী আসফাক, সাবেক লোহাগাড়া বিএনপির সাধারণ সম্পাদক এস.এম. ছলিম উদ্দীন চৌধুরী খোকন, সাতকানিয়া পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক নবাব মিয়া, জসিম উদ্দীন, আব্দুল্লাহ, মোঃ শওকত আলম, মোক্তার সওদাগর, ইব্রাহিম চেয়ারম্যান, মোঃ আলী, সালাহ উদ্দীন চৌধুরী সোহেল, শাহনাজ পারভীন প্রমুখ।

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর