২৫ জানুয়ারি, ২০২১ ১৮:৪২

শেষ রক্তবিন্দু দিয়ে মাঠে থাকবো : ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

শেষ রক্তবিন্দু দিয়ে মাঠে থাকবো : ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে শেষ রক্তবিন্দু দিয়ে মাঠে ঠিকে থাকার ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসন। সোমবার প্রচার প্রচারণার শেষ দিন নসিমন ভবনে নগর বিএনপি’র কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

বুধবারের নির্বাচন নিয়ে শঙ্কার কথা জানিয়ে ডা. শাহাদাত বলেন, ‘কখনো রাউজান, কখনো বান্দরবান কিংবা ফেনী নোয়াখালীর লোকজন নিয়ে বৈঠক করে। বৈঠকে তারা কেন্দ্রে কেন্দ্র থাকার ঘোষণা দেয়। কী ভাবে তারা এ ধরণের কথা বলে। ডা. শাহাদাত কাউকে ভয় করে না। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মাঠে থাকবো।’

সংবাদ সম্মেলনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অভিযোগ করেন, রাত পর্যন্ত ৪৯ নেতা কর্মীকে তুলে নিয়ে গেছে। দলের নেতাকর্মীদের নামে এখন পর্যন্ত বিভিন্ন থানায় ১০টি মামলা হয়েছে। যাতে ১ হাজার জনকে আসামি করা হয়। পুলিশের হয়রানি থেকে মহিলা, শিশুরা পর্যন্ত বাদ যাচ্ছে। নির্বাচনের ঠিক দুই দিন আগে মাস্তান, চাঁদাবাজ, ইয়াবা ব্যবসায়ী দিয়ে নির্বাচনের পরিবেশ ঘোলাটে করার পাঁয়তারা চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর কিছু অতি উৎসাহী পুলিশের দ্বারা শান্ত পরিবেশকে অশান্ত করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, নাগরিক ঐক্য পরিষদের আহবায়ক একরামুল করিম, বিএনপির কেন্দ্রিয় সদস্য মীর মো. হেলাল উদ্দিন, চাকসু ভিপি নাজিম উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, কামরুল ইসলাম প্রমুখ। সংবাদ সম্মেলনের পর বিএনপি মনোনীত এ প্রার্থী রিটার্নি অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন।

অভিযোগের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, ‘বিএনপির মেয়র প্রার্থীর অভিযোগ আমরা পেয়েছি। তা খতিয়ে দেখা হচ্ছে। যাদের আটক করা হয়েছে তারা ফৌজদারি মামলার আসামি নাকি বিনা কারণে আটক করা হয়েছে তা দেখবে নির্বাচন কমিশন। সার্বিক বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।’

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর