টেবিলে থরে থরে সাজানো পিঠা। প্রতিটি পিঠায় ছড়াচ্ছে মুগ্ধতা, চিরায়ত গ্রাম বাংলার আমেজ, শীতের সকালের আবহ। সঙ্গে সুবাশ ছড়াচ্ছে লোভাতুর ঘ্রাণ। পড়ন্ত বিকালের নরম রোদের সঙ্গে সুস্বাদু পিঠা। যেন ইট কংক্রিটের শহরে এক টুকরো গ্রামীণ আঙিনা।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) আয়োজনে উদযাপিত হয়েছে কবিতা পাঠ ও পিঠা উৎসব। উৎসবে টেবিলে টেবিলে রাখা হয়েছে গ্রামীণ পিঠা। মঞ্চে উচ্ছারিত হয়েছে কবিতা। চট্টগ্রাম নগরের লালদিঘীর পাড়ের পার্কে আয়োজন করা হয় এ উৎসবের। তবে উৎসব রূপ নেয় মিলনমেলায়। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জড়ো হয়েছিলেন উৎসবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন, উপস্থিত ছিলেন মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মোহীত উল আলম, চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া ও প্রধান রাজস্ব কর্মকর্তা মফিদুল আলম।
উৎসব অঙ্গনে চারটি স্টলে ছিল ভাপা, খেজুরের রস, পুলিপিঠা, পাটিসাপটা, পাকনসহ বিভিন্ন আইটেমের সমাহার। সেখানে আগতদের আপ্যায়ন করান সিটি কর্পোরেশনের কর্মীরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার