চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকার পলাশ নাথ। পেশায় দর্জি হলেও আড়ালে চোলাই মদ ফেরি করেই বেড়ায়। দীর্ঘদিন ধরে স্কুল ব্যাগে করে অভিন্ন কায়দায় নগরীর বিভিন্ন এলাকায় চোলাই মদ বিক্রি করে আসছিল। অবশেষে রবিবার ভোরে নগরীর ডবলমুরিং থানাধীন এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার কাছ থেকে ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, গ্রেফতার হওয়া পলাশ দীর্ঘদিন ধরে স্কুল ব্যাগে করে চোরাই মদ ফেরি করে বিক্রি করে আসছিল। রবিবার নগরীর ফিশারীঘাট থেকে মদ সংগ্রহ করে হালিশহর যাওয়ার পথে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার