মা মাছের মজুদ বাড়াতে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা থেকে সংগৃহীত মা মাছের নিষিক্ত ডিম থেকে উৎপাদিত ১০ হাজার কার্প জাতীয় বড় পোনা হালদা নদীতে অবমুক্ত করা হচ্ছে। দেশে কার্প জাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র এই হালদা নদীকে রক্ষা এবং এখানকার মাছের নিয়মিত প্রজণন অব্যাহত রাখতে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এটি তারই একটি অংশ।
বৃহস্পতিবার হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন ৩ হাজার পোনা অবমুক্ত করেন।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগে সার্বিক সহযোগিতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল ইসলাম ও গড়দুয়ারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরোয়ার মোর্শেদ তালুকদার।
সংশ্লিষ্টারা জানান, গত প্রজনন মৌসুমে হালদা নদী থেকে সংগৃহীত মা-মাছের নিষিক্ত ডিম থেকে উৎপাদিত ৪ দিন বয়সী রেণু সংগ্রহ করে উপজেলা প্রশাসন। এরপর তা একটি মডেল পুকুরে রেখে নিয়মিত পরিচর্যা করে পুনরায় হালদা নদীতে অবমুক্ত করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন