চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার আব্দুল আলী নগর দারুস সুন্নাহ্ আল ইসলামিয়া মাদ্রাসার হেফজ বিভাগের দুই ছাত্রকে বলাৎকার করায় আজিজুর রহমান আজিজ (২৬) নামে এক মাদ্রাসা শিক্ষককে এবং ৯ বছরের শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে লোহাগাড়ায় মাদ্রাসা শিক্ষক আবদুল্লাহ আল মোজাহিদকে (২১) আটক করেছে পুলিশ।
পাহাড়তলীর ঘটনায় বৃহস্পতিবার বিকেলে বলাৎকারের কথা স্বীকার করে আদালতে আজিজুর রহমান জবানবন্দি দিয়েছেন বলে জানান পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম। গ্রেফতার আজিজ কক্সবাজার জেলার উখিয়া থানার বটতলী পালংখালী এলাকার মৃত আব্দুস সালামের ছেলে। অপরদিকে লোহাগাড়া থানার ওসি (তদন্ত) রাশেুল ইসলাম জানান, উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন হেফজ ও এতিমখানার এক ৯ বছরের শিক্ষার্থীকে বলাৎকার করার অভিযোগ নিয়ে বুধবার রাতে ভিকটিমের নানা থানায় এসে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ওই এতিমখানার শিক্ষক একই এলাকার দেলোয়ারের ছেলে আবদুল্লাহ আল মোজাহিদকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে পাহাড়তলী থানার ওসি মো. হাসান ইমাম জানান, ভয় দেখিয়ে কোমলমতি দুই ছাত্রকে বলাৎকার করে আসছিল আজিজুর রহমান। এ বিষয়ে অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। আদালতে পাঠানো হলে তিনি স্বেচ্ছায় বলাৎকারের ঘটনা স্বীকার করে আদালতে ১৬৪ ধরায় জবানবন্দি দেন।
অন্যদিকে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গত রমজান মাস থেকে বিভিন্ন কৌশলে ঐ শিক্ষার্থীকে বলাৎকার করে আসছিল শিক্ষক আবদুল্লাহ। ভিকটিম ভয়ে পরিবারের কাউকে কিছু জানায়নি। বুধবার সকালে বাড়িতে এসে মাদ্রাসায় আর যাবে না বলে শিশুটি কান্নাকাটি শুরু করে। কারণ জানতে চাইলে বলাৎকারের বিষয়টি মাকে জানায়। মা ভিকটিমের নানাকে অবহিত করলে নানা স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জুনাইদকে জানান। পরে থানায় এসে একটি অভিযোগ দায়ের করলে অভিযুক্ত শিক্ষক আবদুল্লাহকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার