অপবাদ দিয়ে এক পোশাক শ্রমিককে গণধর্ষণ করেছে বখাটেরা। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন সাইফুর রহমান সুমন, মেহেদী হাসান জনি এবং মো আলম। বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের বায়েজীদ থানাধীন শেরশাহ এলাকায় এ ঘটনা ঘটে।
বায়েজীদ থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, কর্মস্থল থেকে বের হয়ে শেরশাহ কলোনী এলাকায় বন্ধুর সাথে দেখা করতে যান গণধর্ষণের শিকার ওই তরুনী। এ সময় সুমন ও জনি তাদের অপবাদ দিয়ে জিম্মি করে ফেলে। ওই তরুনীর বন্ধুকে মারধর করে সরে যেতে বাধ্য করে।
তাকে সরকারি পরিত্যক্ত ভবনে নিয়ে গিয়ে তিন জনে মিলে গণধর্ষণ করে। ওই তরুনী পালিয়ে এসে থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। ধর্ষণের শিকার ওই তরুনীকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পরীক্ষা ও চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন