চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন দাবি করেন, আওয়ামী লীগের অনেক নেতা রাজনীতি না করে বড় বড় পোস্ট পেয়েছে। যারা রাজনীতির সঠিক ইতিহাস না জেনেই বড় বড় কথা বলেন। শনিবার সকালে নগর বিএনপির কার্যালয়ে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০ তম মৃত্যুবার্ষিকী পালনের প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ দাবি করেন তিনি।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের দেয়া এক বক্তব্যের বিরোধীতা করে ডা. শাহাদাত বলেন, ‘এখন হাইব্রিড অনেক নেতার উদ্ভব হয়েছে। যারা রাজনীতি না করে বড় বড় পোস্ট পেয়ে গেছে। তারা রাজনীতির সঠিক ইতিহাস জানে না। এতোদিন কোনো রাজনীতিবীদ পুরাতন সার্কিট হাউজে প্রতিষ্ঠিত জিয়া স্মৃতি জাদুঘর নিয়ে কোন কথা বলেনি। কিন্তু হাইব্রিড রাজনীতিবীদরা বলছে। যা দুঃখজনক।’
শাহাদাত অভিযোগ করে বলেন, ‘আপনারা দেখেছেন সাংবাদিক রোজিনাকে কিভাবে অপদস্থ করা হয়েছে। এখানে মত প্রকাশের কোনো স্বাধীনতা নেই। আইনের শাসন নেই। মানবাধিকার নেই। সাবেক প্রধানমন্ত্রীকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেয়া হচ্ছে না। সাজানো মামলা দিয়ে বিএনপি’র নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে।’
এরআগে বিএনপি’র প্রতিষ্ঠাতার ৪০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাসেম বক্কর, বিএনপি নেতা এম এ আজিজ, কামরুল ইসলাম, জাহাঙ্গীর আলম প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল