চট্টগ্রামের আনোয়ারা উপজেলা এলাকায় সিএনজি অটোরিকশাকে ট্রাক ধাক্কা দিলে দুলাল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও তিনজন। নিহত মো. দুলাল (৩০) মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর এলাকার আব্দুর সাত্তারের ছেলে।
আহতরা হলেন মো. রিায়াদ (৩০), হুমায়ুন কবির (৩২), মো. আলী (৪৫)। সোমবার ভোরে আনোয়ারার চাতরী চৌমুহনী এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।
তিনি বলেন, চট্টগ্রাম শহরমুখী অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে আহত হন চারজন। তাদের চমেক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক দুলালকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার