চট্টগ্রাম জেলার চিহ্নিত সন্ত্রাসী সৈয়দ আলমকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে সাতকানিয়া উপজেলার খাগড়িয়া ইউনিয়নের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ‘গ্রেফতার হওয়া সৈয়দ আলম এলাকার চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।’
পুলিশ জানান, সৈয়দ আলমের বিরুদ্ধে এলাকায় নানান অপকর্মের অভিযোগ রয়েছে। কয়েকদিন আগে সাতকানিয়া উপজেলার খাগড়িয়া ইউনিয়নের আনোয়ারা বেগম ও তার পরিবারের হামলা চালায়। অমানবিক নির্যাতন এবং বাড়িঘর ভাংচুর করে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর