চট্টগ্রাম থেকে চুরি হওয়া শিশু ফারহানকে পাঁচ মাস পর হবিগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় শিশু চুরির সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় সুলতানা বেগম সুমি ও মো. ইসমাইল নামে দুইজনকে। সোমবার হবিগঞ্জের বাহুবল উপজেলা থেকে উদ্ধারের পর মঙ্গলবার তাকে বাবা-মার কাছে হস্তান্তর করে কোতোয়ালী থানা পুলিশ।
কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন বলেন, ‘গত বছরের ১২ ডিসেম্বর শিশু ফারহানকে চুরি করে সুলতানা। এরপর ইসমাইলের কাছে ওই শিশুকে দিয়ে দেয়। ইসমাইল শিশুকে বাহুবলের এক ব্যক্তির কাছে বিক্রি করে দেয়। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের শাহজালাল মাজার এলাকা থেকে সুলতানা ও ইসমাইলকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বাহুবল থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়।’
পুলিশ জানায়, ফারহানের পরিবারের সাথে সুলতানার পূর্ব পরিচয় ছিল। ঘটনার দিন ফারহানদের বাসায় যায় সুলতানা। কোলে নিয়ে আদর করার অজুহাতে তাকে নিয়ে পালিয়ে যায়। পরে শিশু ফারহানকে রাস্তায় কুড়িয়ে পেয়েছে বলে এক দম্পতির কাছে পাঁচ হাজার টাকায় বিক্রি করে দেয়। কিন্তু ওই দম্পতি পাঁচ হাজার টাকাও পরিশোধ করতে পারেনি। তারা ৯০০ টাকা দিয়ে বাকি টাকা দফায় দফায় দেয়ার আশ্বাস দিয়েছিল।
বিডি প্রতিদিন/এ মজুমদার