চট্টগ্রাম নগরীতে শারমিন আক্তার (২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শারমিন আক্তার যশোর জেলার বাসিন্দা হলেও নগরীর বাকলিয়া তুলাতলি এলাকায় বসবাস করতেন।
মঙ্গলবার বাকলিয়া থানার তুলাতলি এলাকায় গনি মিয়ার ভবনে এ ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।
তিনি বলেন, গৃহবধূ শ্রমিন আক্তার মঙ্গলবার বেলা দেড়টার দিকে নিজ বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা তাকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শারমিন আক্তারের স্বামী তরিকুল ইসলাম বলেন, শারমিন গত এক সপ্তাহ ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। তাকে চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করা হচ্ছে। দুপুরে বাসায় রান্না হয়নি, বাহির থেকে খাবার আনতে গিয়েছিলাম। ছেলে বাসার দরজা খোলার সঙ্গে সঙ্গে বলেন মা রুমে কথা বলছে না। রুমে ঢুকে দেখি ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার