চট্টগ্রামের সীতাকুণ্ডেড় ভাটিয়ারির টোবাকো গেট এলাকার বিএমএ স্কুলের পিছনের রেললাইন থেকে গোলাম মোহাম্মদ (৬২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। মৃত গোলাম মোহাম্মদ নোয়াখালীর সেনবাগ থানার কাদরা গ্রামের মৃত মো. মুছা মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সোমবার (৭ জুন) সকালে তিনি অফিসের উদ্দেশ্যে হালিশহর এলাকার বাসা থেকে বের হন। পরে মোবাইল ফোন বন্ধ পাওয়ায় পরিবারের পক্ষ থেকে হালিশহর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। নিখোঁজের একদিন পর মঙ্গলবার পরিবারের সদস্যরা ভাটিয়ারিতে তার লাশের সন্ধান পান।
হালিশহর থানা এসআই নুরুল হুদা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত