ইউএসটিসি মেডিসিন ফ্যাকাল্টির ৫ম ব্যাচের সাবেক শিক্ষার্থী ডা. সাবিরা রহমান লিপিকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে চট্টগ্রাম নগরীর ইউএসটিসি ক্যাম্পাসে অনুষ্ঠিত মানববন্ধনে ইউএসটিসির মেডিসিন ফ্যাকাল্টির সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ডা. সাবিরা রহমান লিপি হত্যাকাণ্ডের যথাযথ কারণ উদঘাটন ও দোষীদেরকে অবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। কারণ একটি ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আরেকটি ঘটনার জন্ম দিবে। যা জাতি হিসাবে আমাদের জন্য অশুভ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন আইএএইচএস অধ্যক্ষ অধ্যাপক ডা. এ.এম.এম. এহতেশামুল হক, বিএমএ চট্টগ্রাম শাখার ট্রেজারার ডা. আরিফুল আমিন, ড্যাব চট্টগ্রাম মহানগর শাখা সভাপতি অধ্যাপক ডা. মো. আব্বাস উদ্দিন, ডা. আরিফ বাচ্চু, চট্টগ্রাম বিএমএ’র সাংস্কৃতিক ও আপ্যায়ন স¤পাদক ডা. সত্যজিত রায়, ডা. জয় দেব ভৌমিক, ডা. করিম বিপ্লব, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের সহকারি অধ্যাপক ডা. মাজেদ সুলতান, চট্টগ্রাম বিএমএ লাইব্রেরি এন্ড পাবলিকেশন সেক্রেটারি ডা.নূর উদ্দিন জাহেদ, ডা. রাসেল ফরিদ চৌধুরী, ডা. রুম্মান, ডা. সামিনা আক্তার, ডা. কুমার বিশ্বজিৎ বিশু, ডা. নাজিম রাফিদ, ডা. মাশরাফি, ডা. মোস্তফা সাদমান, ডা. মোস্তফা আশিক প্রমুখ।
প্রসঙ্গত, গত ৩১ মে সকালে ঢাকার কলা বাগানের ফার্স্ট লেনের একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটের আগুন নেভানোর পর সাবিরা রহমান লিপির (৪৭) লাশ উদ্ধার করা হয়। তিনি রাজধানীর একটি হাসপাতালে সনোলজি কনসালট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার