নগরীতে কবরস্থানে নতুন সাইনবোর্ড দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে নগরীর বাকলিয়া থানাধীন লতিফ হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মাসুদ (২৮), আবদল্লাহ কাইছার (৩৯), জয় (১৪), শহিদুল্লাহ (৩৮), রিয়াজ উদ্দিন (২০), আসিফ (২৪), মান্নান (৩৯), শাহাব উদ্দিন শাওন (২৫)মুরাদ (২৫), ফয়সাল (২৮), মো. জাহাঙ্গীর (৪২), মো. তৈয়ব (২৮) ও সামাদ (২২)।
বাকলিয়া থানার ওসি রুহুল আমিন বলেন, বড় মৌলভি কবরস্থান নিয়ে দীর্ঘদিন ধরে দুই গ্রুপের বিরোধ ছিল। শুক্রবার নতুন সাইনবোর্ড দেওয়াকে কেন্দ্র করে মৌলভি বাড়ির লোকজন ও ইয়াকুব আলী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষে ১৩ জন আহত হন। তাদের মধ্যে চার জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
বিডি প্রতিদিন/হিমেল