চট্টগ্রাম মহানগর যুবলীগের কথিত নেতা নুর মোস্তাফা টিনুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার চট্টগ্রামে চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ আফরোজা জেসমিন কলির আদালতে টিনু আত্মসমর্পণ করলে তিনি এ আদেশ দেন।
চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ আদালতে এপিপি জাকারিয়া আল গিয়াস উদ্দীন বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশে রবিবার আত্মসমর্পণ করেন টিনু। পরে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।’
প্রসঙ্গত, ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর অস্ত্রসহ গ্রেফতার হন নুর মোস্তাফা টিনু। পরে স্বীকারোক্তি অনুযায়ী তার বাসায় তল্লাশি চালিয়ে একটি শর্টগান ও ৬৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় পাঁচলাইশ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার