২৩ জুন, ২০২১ ২২:২০

১৫ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র ফাহাদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

১৫ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র ফাহাদ

মাহমুদুল হাসান ফাহাদ

চট্টগ্রামের হাটহাজারীর কাচারি রোডস্থ দিদারুল উলুম তালীমুল কুরআন মাদ্রাসার ছাত্র মাহমুদুল হাসান ফাহাদ (১২) গত ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে ফাহাদের বাবা শাহ আলম হাটহাজারী মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন। ফাহাদের বাড়ি হাটহাজারী পৌরসভার আলীপুর, ৪নং ওয়ার্ডে।  

ডায়েরিতে উল্লেখ করা হয়, ফাহাদ দিদারুল উলুম তালীমুল কুরআন মাদ্রাসার হেফজ বিভাগের ২৮ পারার হাফেজ। সে মাদ্রাসায় থেকে লেখাপড়া করছে। ফাহাদ গত ১০ জুন এশারের নামাজের জন্য রুম থেকে বের হয়ে মসজিদে যায়। কিন্তু নামাজ শেষে আর রুমে ফিরে আসেনি। মাদ্রাসার পক্ষ থেকে পরিবারকে জানানোর পর সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে। 

ফাহাদের বাবা শাহ আলম বলেন, ইতিমধ্যে আমরা সব জায়গায় খুঁজে দেখেছি। কোথাও পাওয়া যায়নি। তার উচ্চতা ৪ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং উজ্জল শ্যামলা, নিখোঁজের সময় গায়ে পড়ানো ছিল সাদা পাঞ্জাবি ও পায়জামা। মুখ মণ্ডলের আকৃতি গোলাকার ও সে শুদ্ধ বাংলায় কথা বলতে পারে। আমরা পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের কাছে আমার ছেলের সন্ধান কামনা করছি।

হাটহাজারী মডেল থানার ডিউটি অফিসার বলেন, নিখোঁজ ডায়েরির পর মাদ্রাসা ছাত্রকে উদ্ধারে প্রয়োজনীয় কাজ চলছে।  

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর