করোনাভাইরাস সংক্রমণের শুরুর দিকে আক্রান্তের হার বেশি ছিল মহানগরে। কিন্তু এখন পাল্লা দিয়ে উপজেলায়ও বাড়ছে। ফলে মহানগরের সঙ্গে সঙ্গে উপজেলায়ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। মহানগরে সবচেয়ে বেশি মৃত্যুবরণ করেছেন হালিশহরে, ৫০ জন এবং উপজেলায় বেশি মৃত্যুবরণ করেছেন হাটহাজারীতে ৫০ জন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত শনিবার পর্যন্ত চট্টগ্রামে মোট মারা যান ৭১৭ জন। এর মধ্যে মহানগরে ৪১৮ ও ১৪ উপজেলায় ২৩৬ জন। উপজেলায় বেশি মৃত্যু হয়েছে হাটহাজারীতে ৫০ জন, ৬ দশমিক ৯৭ শতাংশ। তাছাড়া সীতাকুণ্ড উপজেলায় ২৮ জন, পটিয়ায় ২১ জন, বোয়ালখালীতে ২০ জন, রাউজানে ২০ জন, ফটিকছড়িতে ১৯ জন, সাতকানিয়া উপজেলায় ১৭ জন এবং রাঙ্গুনিয়ায় ১৪ জন, মিরসরাইয়ে ৯ জন, লোহাগাড়ায় ৯ জন, আনোয়ারায় ৮ জন, চন্দনাইশে ৮ জন, বাঁশখালীতে ৭ জন এবং সন্দ্বীপ উপজেলায় ৪ জন করোনা আক্রান্ত হয়ে মারা যান।
অন্যদিকে, চট্টগ্রাম মহানগর এলাকার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে হালিশহর এলাকায়, ৫০ জন। তাছাড়া কোতোয়ালী এলাকায় ৪৬ জন, পাঁচলাইশ এলাকায় ৩৬ জন, চান্দগাঁও এলাকায় ৩৩ জন, খুলশীতে ২৪ জন ও বন্দর এলাকায় ২৩ জন করোনা রোগীর মৃত্যু হয়।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডা. এইচএম হামিদুল্লাহ মেহেদি বলেন, স্বাস্থ্যবিধি না মানায় আক্রান্ত ও মৃত্যুর হার বাড়ছে। তবে নগরের তুলনায় উপজেলায় মৃত্যু কম। মানুষের ঘনবসতি, যাতায়াত বেশিসহ এর নানা কারণ থাকতে পারে। তাছাড়া করোনায় মৃত্যু হওয়া বেশির ভাগেরই ডায়াবেটিস, কিডনি সমস্যা, ক্যান্সার ও হৃদরোগসহ কোনো না কোন রোগ থাকে। করোনায় আক্রান্ত হলে এসব জটিলতা আরও বেড়ে যায়। তাই বয়স্ক ও অন্য রোগে আক্রান্ত রোগীদের সব সময় সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, করোনার সংক্রমণ ও মৃত্যু দুটিই চলমান রয়েছে। তবে সংক্রমণ কামতে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেয়া নেওয়া হয়েছে। কিন্তু সবাইকে অবশ্যই স্বাস্থ্যবিধি এবং সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। এ ক্ষেত্রে কেউ উদাসীনতা দেখালে সবাইকেই এর চরম মূল্য দিতে হবে।
জানা যায়, চট্টগ্রামে গত শনিবার পর্যন্ত মোট আক্রান্ত হন ৬০ হাজার ৩৬৮ জন। এর মধ্যে মহানগরে ৪৬ হাজার ৯৬৭ জন এবং উপজেলায় ১৩ হাজার ৪০১ জন। ইতিমধ্যে মারা গেছেন ৭১৭ জন। এর মধ্যে মহানগরে ৪৮১ জন ও উপজেলায় ২৩৬ জন। চট্টগ্রামে সরকারি-বেসরকারি ৯টি ল্যাবে নমুনা পরীক্ষা চলছে।
বিডি প্রতিদিন/আরাফাত