আশেকানে আউলিয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা, প্রবীণ আলেম অধ্যক্ষ আল্লামা খায়রুল বশর হক্কানী ইন্তেকাল করেছেন। মঙ্গলবার ভোরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশেষ ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি স্ত্রী, চার ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। বর্ষীয়ান এ আলেমে দ্বীনের ইন্তেকালে চট্টগ্রামে সুন্নি অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। আল্লামা খায়রুল বশর হক্কানীর ইন্তেকালে শোক প্রকাশ করেন মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সূফীজের প্রেসিডেন্ট শাহ্সূফী মাওলানা সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী।
বিডি প্রতিদিন/হিমেল