২৩ সেপ্টেম্বর, ২০২১ ২০:০১

চট্টগ্রামে বিএসটিআই’র লাইসেন্স ছাড়াই লোগো ব্যবহার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে বিএসটিআই’র লাইসেন্স ছাড়াই লোগো ব্যবহার

বিএসটিআই'র লাইসেন্স ছাড়াই লোগো (মানচিহ্ন) ব্যবহার করে ড্রিকিং ওয়াটার উৎপাদন ও বিক্রি করায় নগরের সদরঘাট এলাকার একটি ড্রিংকিং ওয়াটারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

বিএসটিআই সূত্রে জানা যায়, বিএসটিআই’র অনুমোদন ছাড়াই ওই কারখানায় উৎপাদিত পানির মোড়কে লোগো বা মানচিহ্ন ব্যবহার করা হচ্ছিল। তাই বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ বলেন, বিএসটিআই’র লাইসেন্স ছাড়াই লোগো (মানচিহ্ন) ব্যবহার করায় ঈশা ড্রিংকিং ওয়াটারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে আগামীর জন্য সতর্ক করা হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর