মানবতার মানবসেবায় কাজ করছে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠার পর থেকে অগণিত মানুষকে সেবা দিয়ে এসেছে। এরই ধারাবাহিকতায় পুরো অক্টোবার মাস সেবার মাস হিসাবে পালিত হবে। এ মাসজুড়ে প্রতিদিন একাধিক ক্লাব বিভিন্ন কর্মসূচি পালন করবে। আগামী ২ অক্টোবর নগরের এমএ আজিজ স্টেডিয়াম থেকে বর্ণাঢ্য র্যালি দিয়ে শুরু হবে লায়ন্স ৩১৫-বি৪ এর অক্টোবর সেবা মাস।
বুধবার দুপুরে জামালখান সিনিয়রস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক ৩১৫-বি৪ এসব তথ্য জানায়।
সংবাদ সম্মেলনে লায়ন্স জেলা গভর্নর আল সাদাত দোভাষ পিএমজেএফের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন এমডিএম মহিউদ্দিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন লায়ন কামরুন মালেক, নাসিরুদ্দিন চৌধুরী, রূপম কিশোর বড়ুয়া, লায়ন ডা. শ্রী প্রকাশ বিশ্বাস, এসএম শামসুদ্দিন চৌধুরী, মোস্তাক হোসাইন, আবু বকর সিদ্দিকী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন প্রেস কনফারেন্স কমিটির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শাহেদুল ইসলাম, সঞ্চালনা করেন প্রেস কনফারেন্স কমিটির মেম্বার সেক্রেটারি লায়ন হাসান আকবর।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বিশ্বে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল বছরব্যাপী নানাবিধ সেবা কার্যক্রম পরিচালনা করে। এর মধ্যে অক্টোবরকে বিশেষ গুরুত্ব দিয়ে পুরো পৃথিবীতে প্রতিদিন নানা কার্যক্রম বাস্তবায়ন করা হয়। ১৯১৭ সালে আমেরিকার শিকাগো শহরে মানবহিতৈষী বিমা কর্মকর্তা মেলভিন জোন্সের উদ্যোগে অরাজনৈতিক সেবা সংগঠন আন্তর্জাতিক লায়ন্স ক্লাব যাত্রা শুরু করে। এখন বিশ্বে ১৪ লাখের বেশি লায়ন সদস্য পৃথিবীর কোথাও না কোথাও মানবকল্যাণে সেবা কর্ম পরিচালনা করছেন। তদানীন্তন পূর্ব পাকিস্তানে ১৯৫৮ সালে লায়ন্স ক্লাব অব চিটাগাং এর মাধ্যমে এদেশে লায়নিজমের সূচনা হয়। স্বাধীনতার পর সাবেক মন্ত্রী এম আর সিদ্দিকী এদেশে লায়নিজমের সূচনা করেন। লায়ন্স ৩১৫-বি৪ চট্টগ্রাম জেলা ৮৪টি ক্লাবের মাধ্যমে ২ হাজার ৬২৬ জন সদস্য দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এছাড়া লায়ন কার্যক্রমকে সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য একটি স্বতন্ত্র লিও জেলা বলিষ্ঠভাবে কাজ করছে। এক হাজার লিও সদস্য ৪৩টি ক্লাবের মাধ্যমে সেবামূলক কাজে লায়নদের সহযোগিতা করছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার