চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মীরেরহাট ইউনিয়নের আলমপুর এলাকায় ট্রেনের ধাক্কায় আহত আব্দুস সোবহান (৭৫) নামে এক বৃদ্ধা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে মারা গেছেন। তিনি আলমপুরের সালেহ আহমেদের ছেলে। মঙ্গলবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানান চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার।
তিনি বলেন, হাটহাজারীর মীরেরহাট এলাকা থেকে ট্রেনের ধাক্কায় আহত আব্দুস সোবহানকে সকাল ৯টার দিকে চমেকে আনা হলে চিকিৎসক তাকে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে ত্রাণ সংগ্রহের জন্য রেললাইন ধরে যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার