চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- মো আবদুল্লাহ, আহমেদ নবী এবং কায়সার হামিদ। অভিযানে ইয়াবা পরিবহনের কাজে ব্যবহার করা একটি প্রাইভেট কারও জব্দ করা হয়। মঙ্গলবার রাতে নগরীর কোতোয়ালী থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা পরিষদ মাকের্ট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করা হয়। অভিযানে জব্দ করা হয় ইয়াবা পরিবহণের কাজে ব্যবহার করা প্রাইভেট কারও। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম