চট্টগ্রাম জেলার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তৌহিদুল ইসলাম ওরফে সন্ত্রাসী তৌহিদকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার রাতে রাঙ্গুনীয়া উপজেলার রানীরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া সন্ত্রাসী তৌহিদ জেলার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা রয়েছে।
র্যাব-৭ সহকারি পরিচালক নুরুল আবছার বলেন, শুক্রবার রাতে রাঙ্গুনীয়া থানাধীন রানীরহাট এলাকা থেকে তৌহিদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে ৬টি মামলা রয়েছে। তাকে রাঙ্গুনীয়া থানায় সোপর্দ করা হয়েছে।
নুরুল আবছার বলেন, তৌহিদের নিজস্ব সন্ত্রাসী বাহিনী রয়েছে। তার বাহিনী রাঙ্গুনীয়ার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, অপহরণসহ নানা অপকর্মের সাথে জড়িত। এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য প্রায় মহড়া দিত।
বিডি প্রতিদিন/এএম