১৯ জানুয়ারি, ২০২২ ১৯:৩১

মাদক মামলায় বিদেশি নাগরিকের ৬ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

মাদক মামলায় বিদেশি নাগরিকের ৬ বছরের কারাদণ্ড

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার মাদক মামলায় মো. সৈয়দ আলম (২০) নামে মিয়ানমারের এক নাগরিককে ৬ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।বুধবার দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামি মো. সৈয়দ আলম কক্সবাজার জেলার টেকনাফ থানার লেদা শরণার্থী ক্যাম্পের এ ব্লকের মৃত রুস্তম আলীর ছেলে।    

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৪ ডিসেম্বর নগরের কোতোয়ালী থানার নুর আহমেদ সড়কের ২ নম্বর মিউনিসিপ্যাল শপিং কমপ্লেক্সের একটি দোকানের সামনে থেকে আটক করা হয়। পরে তল্লাশি করে ১ হাজার ৬৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রোর উপ-অঞ্চলের পরিদর্শক তপন কান্তি শর্মা বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেন।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, মাদকের মামলায় সৈয়দ আলম নামের এক মিয়ানমারের নাগরিককে ৬ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আলম আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন।

বিডি প্রতিদিন/এএম 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর