চট্টগ্রামে প্রতিদিনই ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। প্রতিদিন ১০০ থেকে ১২৫ জন পর্যন্ত আক্রান্ত হচ্ছে। তবে আক্রান্তের সঙ্গে সঙ্গে ডায়রিয়া নিয়ে সতর্কতা, সচেতনতা এবং প্রতিরোধে নির্দেশনাও দেওয়া হচ্ছে। তাছাড়া সচেতনতা বাড়াতে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম জোরদার ও মাইকিংসহ নানা উদ্যোগও নিয়েছে।
জানা যায়, চট্টগ্রামে প্রতিদিনই ডায়রিয়া আক্রান্ত হচ্ছে। মঙ্গলবার চট্টগ্রামের ১৫ উপজেলায় একদিনে আক্রান্ত হয়েছেন ১২৩ জন এবং সুস্থ হয়েছেন ১১৯ জন। গত সোমবার আক্রান্ত হয়েছেন ১২৬ জন এবং সুস্থ হয়েছেন ৬৭ জন। গত রবিবার আক্রান্ত হয়েছিলেন ১৩৫ জন ও সুস্থ হন ৭৭ জন। গত শনিবার আক্রান্ত হন ১১৭ জন এবং সুস্থ হন ৭২ জন। গত এক সপ্তাহে মোট আক্রান্ত হন ৮৬৫ জন এবং সুস্থ হয়েছেন ৪৩৩ জন। গত এক মাসে আক্রান্ত হয়েছেন এক হাজার ৯৩ এবং সুস্থ হয়েছেন ৯৫৫ জন। অন্যদিকে, চট্টগ্রাম সিভিল সার্জন চট্টগ্রামের ডায়রিয়া নিয়ন্ত্রণে প্রতি ইউনিয়নে ১টি এবং প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি করে মেডিকেল টিম পুর্নগঠন করে রেখেছে। তাছাড়া ডায়রিয়া নিয়ে সিভিল সার্জন কার্যালয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ চালুর করা হয়। নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বরে (০৩১-৬৩৪৮৪৩) ডায়রিয়া সংক্রান্ত যেকোনো তথ্য জানানো ও সেবা গ্রহণ করতে বলা হয়।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, ডায়রিয়া নিয়ে আমরা সতর্ক অবস্থানে আছি। এ নিয়ে স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে। তবে এখন পর্যন্ত চট্টগ্রামে ডায়রিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তিনি বলেন, প্রতিবছর এপ্রিল থেকে জুন পর্যন্ত এই রোগের প্রকোপ বাড়ে। তাই আমরা আগে থেকেই সচেতনতার উপর বেশি জোর দিয়ে আসছি এবং প্রস্তুতিও নিয়ে রাখছি। প্রস্তুত আছে ২৮৪ জনের চিকিৎসক টিম। তাছাড়া সচেতনতা বাড়াতে উপজেলায় বহুল প্রচার এবং মাইকিং করার নির্দেশনাও দেয়া হয়েছে।
জানা যায়, তৃণমূল পর্যায়ে সচেতনতা বাড়াতে গত রবিবার সিভিল সার্জন কার্যালয় একটি নির্দেশনা জারি করে। এর মধ্যে আছে- নিরাপদ পানি পান নিশ্চিত করা, স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার নিশ্চিত করা, বাসি ও খোলা জায়গায় খাবার গ্রহণ থেকে বিরত থাকা, স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরিধান করা এবং হাত ধোয়ার অভ্যাস নিশ্চিত করতে জনসচেতনতা বাড়ানো।
বিডি প্রতিদিন/এএম