চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ঘূর্ণিঝড় অশনি মোকাবিলায় নগরের দামপাড়া কার্যালয়ে নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে। নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর ০৩১-৬৩০৭৩৯ এবং ০৩১-৬৩৩৬৪৯। ঘূর্ণিঝড়ের কারণে নগরবাসীর জানমালের ক্ষয়ক্ষতি ঠেকাতে চসিকের এ নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়। তাছাড়া চট্টগ্রাম জেলা প্রশাসনও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে।
আবহাওয়া অধিদফতর সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় অশনি মঙ্গলবার সকাল ৬টায় চট্টগ্রাম বন্দর থেকে ১ হাজার ১৮০ কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল। তাই বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোকে ২ নং দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরের সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। অন্যদিকে, নিয়ন্ত্রণ কক্ষে সার্বক্ষণিক রেড ক্রিসেন্ট, স্বেচ্ছাসেবক, চসিকের আরবান ভলান্টিয়ার টিম ও কর্মকর্তা-কর্মচারি জরুরি সেবায় নিয়োজিত রয়েছেন। এ ছাড়াও শুকনো খাবার, ওষুধ ও বিশুদ্ধ পানি মজুদ রাখা হয়েছে।
চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে নগরের কোথাও কোনো ধরনের মানবিক বিপর্যয় ঘটলে দ্রুত মোকাবেলায় নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রস্তুত আছে চট্টগ্রাম রেডক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরা। মজুদ করা আছে শুকনো খাবার, ওষুধ ও বিশুদ্ধ পানি।
চট্টগ্রাম জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন শাখা সূত্রে জানা যায়, সাইক্লোন প্রস্তুতি প্রকল্প কর্মসূচির আওতায় চট্টগ্রামে প্রায় ১২ হাজার স্বেচ্ছাসেবক আছেন। এর সঙ্গে আছে ৫১১টি আশ্রয়কেন্দ্র। তাছাড়া আছে রেড ক্রিসেন্টের প্রশিক্ষিত কর্মীবাহিনী। মজুদ রাখা হয়েছে প্রয়োজনীয় শুকনো খাবার।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সজীব কুমার চক্রবর্তী বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছি। পরিবর্তীত পরিস্থিতিতে আমাদের কার্যক্রম মাঠ পর্যায়ে শুরু হবে। তবে ৪ নং সতর্ক বার্তা আসলেই আমাদের টিম মাঠে নামবে। বর্তমানে সাইক্লোন প্রস্তুতি প্রকল্প কর্মসূচির আওতায় চট্টগ্রামে প্রায় ১২ হাজার স্বোচ্ছাসেবক এবং ৫১১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত আছে। তাছাড়া জরুরি মুহূর্তের জন্য আছে প্রয়োজনীয় শুকনো খাবার। আমাদের মূল কর্মসূচি তিনটি- আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, শুকনো খাবার মজুদ রাখা এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থা রাখা। এসব নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএম