চট্টগ্রামে গলায় ফাঁস দিয়ে জিহাদুল ইসলাম রাহাত নামে এক স্কুল শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। শনিবার সকালে জেলার ফটিকছড়ি উপজেলার সন্দরপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত রাহাত ওই এলাকার ধুরুং খুলশী লায়ন্স উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
ফটিকছড়ি থানার ওসি কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন, সকালে রাহাতকে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো কারণে অভিমান করে আত্মহত্যা করেছে ওই শিক্ষার্থী।
বিডি প্রতিদিন/এমআই